Recent Posts

Sunday, May 8, 2016

I really miss u





তোমার আমার ক্ষনিকের দেখা হয়ে গেল
                                Friendship এর ভাবনা।
জানি তোমার আমার এ Friendship কোন দিন ও টিকবে না।
তোবুও আমি সত্যি বলছি, ভালোবাসি তোমায়।
তুমার ভাবনাই বিভোর  হয়ে আছি দিন আমি।
হয়তো ভুলে গেছ আমায় তুমি।
জানি না আমি কিসের দায়ে, পাগল  হয় তুমার জন্য হয়ে গেছি নিজন।
কোন বন তুমি কিং বা আরন্য, হঠাং করে আমার সপ্নে চলে আসো তুমি সম্নানিত করার যে প্রয়াস।
আমার হৃদয় করবে হাহা কার,  কিন্তু তুমি থাকবে নিবিকার।।।।।

0 comments:

Post a Comment