Recent Posts

Saturday, May 14, 2016

””””””””” অবুঝ মন """""""





আমি ছিলাম অবুঝ মনে
সকল কিছুর আশায় 
যতই তুমি চাওনা কেন থাকতে
আমায় ভুলে
বাধবো আমি সুখের বাসা
তোমার স্মৃতির তরে 
হয়তো তুমি উদাস চোখে 
দেখবে আমায় চেয়ে.........

Friday, May 13, 2016

””””””””””””””””””””””””প্রথম ভালোবাসা””””””””””””””””””””



হয়তো তোমায় পাবো না তো
চির দিনের তরে
হ্যতো আমাদের ভালবাসা 
থাকবে পথের মোরে ।।।

হয়তো তুমি ভুলে যাবে
আমায় দেওয়া কখা
হয়তো তুমি নতুন করে 
বাধবে সুখের বাসা ।।।

""""""""" আমি সত্যি বলছি """""""""




আমি সত্যি বলছি 
তোমাকে ভালবেসে আজ আমি ধন্য """

Wednesday, May 11, 2016

তোমার নাম



আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম ,, 
বৃষ্টিতে ভিজে গেলো ... আকাশে লিখলাম ,, 
আকাশ মেঘে ঢেকে গেলো ...কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ,,
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে....

Tuesday, May 10, 2016

বিদায় - বেলায়

:::::::::::বিদায়::::::::::

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
চলার তোমার বাকী পথটুকু-
পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়
কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

কবিতা ৩



আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি,
আমার পূজার যা আয়োজন
তোমার প্রাণের হবি।
আমার বাণী জয়মাল্য, রাণি! তোমার সবি।।।

কবিতা ২


আপন জেনে হাত বাড়ালো-
আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায়-বেলার সন্ধ্যা-তারা
পুবের অরুণ রবি,-
তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি?

কবিতা



তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।
আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।

valobashte



যারা খুব সহজে এবং রাড়াতাড়ি রেগে যায়
তারাই সব থেকে বেশি ভালবাসতে জানে
এবং সহজ সরল হয়।।

পারবো না তোমায়,



পারবো না তোমায়,
             কষ্টট দিতে....
পারবো না তোমায়,
            ভুলে জেতে...
পারবো না তোমায়,
      বিদায় জানাতে....
শুধু পারবো, সারা জীবন
তোমায় ভালবাসতে।।।